নজরুল সঙ্গীত

[শ্রবণ নমুনা: আব্বাস উদ্দীন]

                  ২০২.
           তাল: কাহার্‌বা


অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে গো।
পথ ছিল গো চলার
, যদি দু'দিন আগে আস্‌তে গো
আজিকে মহাসাগরস্রোতে, চলেছি দূর পারের পথে
ঝরা
-পাতা হারায় যথা, সেই আঁধারে ভাস্‌তে গো
গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজ্‌কে
কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায়-বেলার সাঁঝ্‌কে।
         আস্‌তে যদি হে অতিথি
         ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা
, সেদিন যদি চৈতালীচাঁদ হাস্‌তে

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৮ খ্রিষ্টাব্দে জুন মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ১৭০৯৮.। শিল্পী ছিলেন আব্বাসউদ্দীন আহমদ। সুর করেছিলেন নজরুল ইসলাম।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দে জুন মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৯ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ : 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: সা।