২০৩
  রাগ: পাহাড়ি মিশ্র, তাল:দাদ্‌রা।

আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
বধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢঙ॥
             কাননে আলো-ছায়া
             নয়নে রঙের মায়া
দোলে দোদুল কায়া পরানে বাজিছে সারঙ॥

     
     সে-রঙে সাগর-কোলে
             কত চাঁদ,
রবি দোলে
বাজে গগণ তলে জলদ তালে মেঘ-মৃদঙ॥

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৭ খ্রিষ্টাব্দে এপ্রিল মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ৪৮৪৪.। শিল্পী ছিলেন মিস্ বীণাপাণি (খেঁদি)। সুর করেছিলেন নজরুল ইসলাম।

৩. রচনাকাল :  গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দে এপ্রিল মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :

৫. সুরকার : কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার : 

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :    
রাগ: পাহাড়ি মিশ্র।
তাল: দাদ্‌রা।
পর্যায়: হোলীর গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: সা।