২০৩
রাগ: পাহাড়ি মিশ্র,
তাল:দাদ্রা।
আজিকে তনু মনে লেগেছে রঙ লেগেছে রঙ
বধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢঙ॥
কাননে
আলো-ছায়া
নয়নে
রঙের মায়া
দোলে দোদুল কায়া পরানে বাজিছে সারঙ॥
সে-রঙে
সাগর-কোলে
কত
চাঁদ,
রবি দোলে
বাজে গগণ তলে জলদ তালে মেঘ-মৃদঙ॥
ভাবসন্ধান :
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
২০৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৪।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
১ম গান। পৃষ্ঠা: ২১-২২।
- একশো গানের নজরুল স্বরলিপি,
পঞ্চম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর
৯ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২০-২১।
- নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ১ম গান।
পৃষ্ঠা: ৯।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
পঞ্চম খণ্ড, (সাহিত্যম্) -এর ৩৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭০-৭২।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৩৭। পৃষ্ঠা: ১১।
- সুর-সাকী (আষাঢ় ১৩৩৯।
৭ জুলাই, ১৯৩২ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
চতুর্থ খণ্ড (বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৪।
২৫ মে, ২০০৭)] -এর ৬১ সংখ্যক গান
(পাহাড়ি মিশ্র-দাদ্রা)। পৃষ্ঠা: ২৬০-২৬১।
- পত্রিকা : ১. জয়তী, কার্তিক-পৌষ, ১৩৩৮
বঙ্গাব্দ।
[জয়তী পত্রিকায় 'আলেয়া' নাটকের গান হিসাবে প্রকাশিত হয়েছিল কিন্তু পরে নাটকে
গানটি পরিত্যক্ত হয়।]
২. নাচঘর, ২৩
শে পৌষ, ১৩৩৮ বঙ্গাব্দ।
২. রেকর্ড সূত্র :
১৯৩৭
খ্রিষ্টাব্দের
এপ্রিল মাসে টুইন.
রেকর্ড কোম্পানি
গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ৪৮৪৪.। শিল্পী ছিলেন মিস্
বীণাপাণি (খেঁদি)। সুর করেছিলেন নজরুল ইসলাম।
৩. রচনাকাল :
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৭
খ্রিষ্টাব্দের
এপ্রিল মাসে টুইন.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার : কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
১ম গান। পৃষ্ঠা: ২১-২২।]
- মনোরঞ্জন সেন। [একশো
গানের নজরুল স্বরলিপি, পঞ্চম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ
১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ৯ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২০-২১।]
- শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়ল। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ
খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর
১ম গান। পৃষ্ঠা: ৯।]
- কাজী অনিরুদ্ধ।
[সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, পঞ্চম খণ্ড, (সাহিত্যম্) -এর ৩৬
সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭০-৭২।]
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
পাহাড়ি মিশ্র।
তাল: দাদ্রা।
পর্যায়: হোলীর গান।
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
সা।