২০৫.
তাল:কাহার্বা
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে
দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে' ॥
নিত্য জানাই প্রেম-আরতি
যে পথে, নাথ তোমার গতি
ওগো আমার ধ্রুব-জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে' ॥
জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা!
আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা।
সারা জীবন তবু, স্বামী,
তোমার ধ্যানেই কাঁদি আমি
সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে' ॥
ভাবসন্ধান :
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
২০৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৪।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ৩ সংখ্যক গান। পৃষ্ঠা:
৩৯-৪৩।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
পৃষ্ঠা: ২৩৬-২৩৮।
- একশো গানের নজরুল
স্বরলিপি, একাদশ খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ১ম গান।
পৃষ্ঠা: ১-৪।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর ৭৮ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ১৫৭-১৫৯।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
২৬৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬৬৫-৬৬৭।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-৮৯। পৃষ্ঠা:
২৫।
- গ্রন্থ : গীতিমাল্য।
[সূত্র:
ব্রহ্মমোহন ঠাকুর]
২. রেকর্ড সূত্র :
১৯৩৮
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি
গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ১৭২২৬.। শিল্পী ছিলেন কুমারী রেণুকা রায়।
সুর করেছিলেন নজরুল ইসলাম।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৮
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর মাসে এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৯
বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
-
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ৩ সংখ্যক গান। পৃষ্ঠা:
৩৯-৪৩।]
- ডঃ ব্রহ্মমোহন ঠাকুর।
[একশো
গানের নজরুল স্বরলিপি, একাদশ খণ্ড, (হরফ প্রকাশনী,
পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০) -এর ১ম গান।
পৃষ্ঠা: ১-৪।]
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড, (সাহিত্যম্, বৈশাখ ১৩৮৫) -এর
৭৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৫৭-১৫৯।]
-
নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ২৬৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬৬৫-৬৬৭।]
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
তাল:
-
কাহারবা। [নজরুল-সঙ্গীত সংগ্রহ,
নজরুল ইনস্টিটিউট।]
-
দাদরা। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ২৬৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৬৬৫-৬৬৭।]
পর্যায়:
সুরের অঙ্গ: জংলা সুরের গান।
ঠুংরী।
গ্রহস্বর:
সা।