২০৫.
                    তাল:কাহার্‌বা
আমি    সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে
          দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে' ॥
                     নিত্য জানাই প্রেম-আরতি
                     যে পথে, নাথ তোমার গতি
          ওগো আমার ধ্রুব-জ্যোতি সাধ মেটে না তোমায় দেখে' ॥
          জানি, তুমি আমার পাওয়ার বহু দূরে, হে দেবতা!
          আমি মাটির পূজারিণী, কেমন ক’রে জানাই ব্যথা।
                     সারা জীবন তবু, স্বামী,
                     তোমার ধ্যানেই কাঁদি আমি
          সন্ধ্যাবেলায় ঝরি যেন তোমার পানে নয়ন রেখে' ॥

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৮ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ১৭২২৬.। শিল্পী ছিলেন কুমারী রেণুকা রায়। সুর করেছিলেন নজরুল ইসলাম।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৯
বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল:

পর্যায়:
সুরের অঙ্গ:
জংলা সুরের গান।
ঠুংরী।
গ্রহস্বর
: সা।