২০৭,
                 তাল:
কাহারবা।
আমার    মোহাম্মদের নামের ধেয়ান হৃদয়ে যার রয়
                                    ওগো হৃদয়ে যার রয়।
            খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়॥
     ঐ    নামে যে ডুবে আছে
            নাই দুখ-শোক তাহার কাছে
     ঐ    নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়॥
            যে খোশ্-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে'
            জেনেছে সে কোরআন-হাদিস-ফেকা এক নিমেষে।
                        মোর নবীজীর বর-মালা,
                        করেছে যার হৃদয় আলা
           বেহেশ্‌তের সে আশ্ রাখে না, তার নাই দোজখে ভয়॥

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৬ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি ৪২৬৩। শিল্পী ছিলেন আব্বাসউদ্দীন আহমদ।
[সূত্র: ১২ ডিসেম্বর, ১৯৩৫ খ্রিষ্টাব্দ তারিখে রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র।]

৩. রচনাকাল :  গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১২ ডিসেম্বর, ১৯৩৫ খ্রিষ্টাব্দ তারিখে টুইন. রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র থেকে ধারণা করা যায় যে,         গানটি নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :

৫. সুরকার :

৬. স্বরলিপিকার : 

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :    
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়: ইসলামী গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: র্সা।