২০৮.
তাল: কাহার্বা
আমি পথ-ভোলা ভিনদেশি গানের পাখি
তোমাদের সুরের সভায় এই অজানায় লহ গো ডাকি'॥
তোমরা বেঁধেছ বাসা যে তরু-শাখায়
আমারে বসিতে দিও তাহারি ছায়ায়
গাহিবার আছে আশা, জানি না গানের ভাষা
তবু ভালোবাসা দিয়ে বাঁধ গো রাখি॥
মায়াময় তোমাদের তরুলতা, ফুল
তোমাদের গান শুনে' পথ হ'ল ভুল।
যেন শতবার এসে' জন্মেছি এই দেশে ─
বন্ধু হে বন্ধু, অতিথিরে চিনিবে না-কি॥
ভাবসন্ধান :
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র :
১৯৩৭
খ্রিষ্টাব্দের
জানুয়ারি মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং-
এন. ৯৮৩৮। শিল্পী ছিলেন মিস্ মড কস্টেলো।
[সূত্র: রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির সম্পাদিত ৩০ সেপ্টেম্বর, ১৯৩৬
খ্রিষ্টাব্দ তারিখের চুক্তিপত্র]
৩. রচনাকাল :
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৬
খ্রিষ্টাব্দের
৩০ সেপ্টেম্বর তারিখে
এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানীর সঙ্গে কবির চুক্তিপত্র
হয়। সেই অনুযায়ী, ধারণা করা যায়,
গানটি নজরুল ইসলামের ৩৭
বৎসর বয়সে রচনাহয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার : কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
জ্ঞা।