২০৯.
 রাগ: মান্দ, তাল: কাহার্‌বা।

এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল
এ যে ব্যথা রাঙা হৃদয় আঁখি জলে টলমল॥
কমল মৃণাল দেহ ভরেছে কণ্টক ঘায়
শরণ লয়েছি গো তাই শীতল দীঘির জল॥
ডুবেছি আজ কালো জলে কত যে জ্বালা স'য়ে
শত ব্যথা ক্ষত লয়ে হইয়াছি শতদল॥
কবি রে কোন্ ক্ষত মুখে ফোটে যে তোর গীত সুর
সে ক্ষত দেখিল না কেউ দেখিল তোরে কেবল
সে গীতি দেখিল না কেউ শুনিল গীতি কেবল॥

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩২ খ্রিষ্টাব্দে মার্চ মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি ৮৬৩। শিল্পী ছিলেন মিস্ বীণাপাণি।

৩. রচনাকাল :  গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দে মার্চ মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :

৫. সুরকার : কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার : 

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :    
রাগ: মান্দ।
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গজল।

গ্রহস্বর
: