২০৯.
রাগ: মান্দ, তাল: কাহার্বা।
এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল
এ যে ব্যথা রাঙা হৃদয় আঁখি জলে টলমল॥
কমল মৃণাল দেহ ভরেছে কণ্টক ঘায়
শরণ লয়েছি গো তাই শীতল দীঘির জল॥
ডুবেছি আজ কালো জলে কত যে জ্বালা স'য়ে
শত ব্যথা ক্ষত লয়ে হইয়াছি শতদল॥
কবি রে কোন্ ক্ষত মুখে ফোটে যে তোর গীত সুর
সে ক্ষত দেখিল না কেউ দেখিল তোরে কেবল
সে গীতি দেখিল না কেউ শুনিল গীতি কেবল॥
ভাবসন্ধান :
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২০৯
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৫-৬৬।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫২-৫৪।
- নজরুল সুরমালিকা-১,
(ডি. এম. লাইব্রেরী, অগ্রহায়ণ ১৪০৯। নভেম্বর ২০০২) -এর
২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১-৬৩।
- সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০-৫২।
- সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬-৪৮।
-
বুলবুল (কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ।
১৫ নভেম্বর, ১৯২৮ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৪৯
সংখ্যক গান। পৃষ্ঠা: ১৮৭।
- নজরুল-গীতিকা (ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ।
২ সেপ্টেম্বর, ১৯৩০ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
তৃতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৭০
সংখ্যক গান। পৃষ্ঠা: ২১৮।
২. রেকর্ড সূত্র :
১৯৩২
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে টুইন.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং-
এফ.টি ৮৬৩। শিল্পী ছিলেন মিস্ বীণাপাণি।
৩. রচনাকাল :
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩২
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে টুইন.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার : কাজী
নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫২-৫৪।]
- ব্রহ্মমোহন
ঠাকুর। [নজরুল সুরমালিকা-১,
(ডি. এম. লাইব্রেরী, অগ্রহায়ণ ১৪০৯। নভেম্বর ২০০২) -এর
২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১-৬৩।]
- নলিনীকান্ত সরকার।
[সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০-৫২।]
- নলিনীকান্ত সরকার।
[সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬-৪৮।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
মান্দ।
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ: গজল।
গ্রহস্বর:
- গমা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। মার্চ ১৯৯৭)
-এর ৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫২-৫৪।]
- গমা। [নজরুল সুরমালিকা-১,
(ডি. এম. লাইব্রেরী, অগ্রহায়ণ ১৪০৯। নভেম্বর ২০০২) -এর
২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬১-৬৩।]
- ধা।
[সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০-৫২।]
- ধা। [সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬-৪৮।]