২১০.
রাগ: দেশ-খাম্বাজ
, তাল: দাদ্‌রা(টিমা)

এত কথা কি গো কহিতে জানে
                    
   চঞ্চল ঐ আঁখি
নীরব ভাষায় কি যে ক
'য়ে যায়
        ও সে মনের বনের পাখি॥
বুঝিতে পারি না ঐ আঁখির ভাষা
জলে ডুবে তবু মেটে না পিপাসা,
আদর সোহাগ প্রেম ভালোবাসা
               
অভিমান মাখামাখি॥
মুদিত কমলে ভ্রমরেরি প্রায়
বন্দী হইয়া কাঁদিয়া বেড়ায়
চাহিয়া চাহিয়া মিনতি জানায়
         
সুনীল আকাশে ডাকি'

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৩ খ্রিষ্টাব্দে মার্চ মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৭০৮৭। শিল্পী ছিলেন ধীরেন্দ্রনাথ দাশ।

৩. রচনাকাল :  গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দে  মার্চ মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৪ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :

৫. সুরকার : কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার : 

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :    
রাগ: দেশ-খাম্বাজ
তাল:
দাদ্‌রা(টিমা)
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: