২১০.
রাগ: দেশ-খাম্বাজ,
তাল: দাদ্রা(টিমা)
এত কথা কি গো কহিতে জানে
চঞ্চল ঐ আঁখি
নীরব ভাষায় কি যে ক'য়ে
যায়
ও সে মনের বনের পাখি॥
বুঝিতে পারি না ঐ আঁখির ভাষা
জলে ডুবে তবু মেটে না
পিপাসা,
আদর সোহাগ প্রেম ভালোবাসা
অভিমান মাখামাখি॥
মুদিত কমলে ভ্রমরেরি প্রায়
বন্দী হইয়া কাঁদিয়া বেড়ায়
চাহিয়া চাহিয়া মিনতি জানায়
সুনীল আকাশে ডাকি'॥
ভাবসন্ধান :
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২১০
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৬।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৪-৩৯।
- একশো গানের নজরুল স্বরলিপি,
ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ ১৩৯৬। মে ১৯৮৯) -এর
১১৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
২৮১-২৮৩।
- নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৮০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৩৫-১৩৭।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
১১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২৮১-২৮৩।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-১৩১। পৃষ্ঠা:
৩৫।
- চোখের চাতক (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ।
২১ ডিসেম্বর, ১৯২৯ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ১৪
সংখ্যক গান। পৃষ্ঠা: ২০২।
২. রেকর্ড সূত্র :
১৯৩৩
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং-
এন. ৭০৮৭। শিল্পী ছিলেন ধীরেন্দ্রনাথ দাশ।
৩. রচনাকাল :
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৩
খ্রিষ্টাব্দের
মার্চ মাসে এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৪ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার : কাজী
নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৪-৩৯।]
- নিতাই ঘটক। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৯৬। মে ১৯৮৯) -এর ১১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৮১-২৮৩।]
- শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর
৮০ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৩৫-১৩৭।]
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ১১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২৮১-২৮৩।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
দেশ-খাম্বাজ।
তাল:
দাদ্রা(টিমা)।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
-
সরা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৪-৩৯।]
-
রজ্ঞা। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৯৬। মে ১৯৮৯) -এর ১১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৮১-২৮৩।]
-
সরা। [নজরুল
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী,
মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৮০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৩৫-১৩৭।]
- রজ্ঞা। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ১১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২৮১-২৮৩।]