২১১.
রাগ: পাহাড়ি
, তাল: দ্রুত-দাদ্‌র

এলো ফুলের মরশুম শরাব ঢালো সাকি
বকুল শাখে কোকিল ওঠে ডাকি
গেয়ে ওঠে বুলবুল আঙ্গুর-বাগে
নীল আঁখি লাল হলো রাঙা-অনুরাগে
আজি ফুল-বাসরে শিরাজির জল্‌সা
                  
 বরবাদ্ হবে না-কি॥
চাঁপার গেলাস ভরি
' ভোমরা মধু পিয়ে
মহুয়া ফুলের বাসে আঁখি আসে ঝিমিয়ে।
পাপিয়া পিয়া পিয়া ডাকে বন-মাঝে
গোলাপ-কপোল রাঙে গোলাপী লাজে
হৃদয়-ব্যথার সুধা আছে তব কাছে
             
 রেখো না তারে ঢাকি'

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩২ খ্রিষ্টাব্দে সেপ্টেম্বর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ২২১৭.। শিল্পী ছিলেন সুধীরা সেনগুপ্ত। [কুমারী সুধীরা দাসগুপ্তা]

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দে সেপ্টেম্বর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: পাহাড়ি
তাল:
দ্রুত-দাদ্‌রা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গজল (ওমর খৈয়ামের গান)।

গ্রহস্বর
: মা।