২১২.
               তাল: কাহার্‌বা।
        , কূল-ভাঙা নদী রে,
        আমার চোখের নীর এনেছি  মিশাতে তোর নীরে॥
        যে লোনা জলের সিন্ধুতে নদী, নিতি তব আনাগোনা
        মোর চোখের জল লাগ্‌বে না ভাই তার চেয়ে বেশি লোনা।
       
আমায় কাঁদাতে দেখে আস্‌বিনে তুই রে,
        উজান বেয়ে ফিরে'
নদী, উজান বেয়ে ফিরে'
        আমার মন বোঝে না,
নদী
তাই   বারে বারে আসি ফিরে তোর কাছে নিরবধি।
       
তোরই অতল তলে ডুবিতে চাই রে,
        
তুই ঠেলে দিস্ তীরে (ওরে)॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৪ খ্রিষ্টাব্দে আগষ্ট মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৭২৬১। শিল্পী ছিলেন গোপালচন্দ্র সেন (অন্ধ-গায়ক)।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দে আগষ্ট মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়: লোকগীতি।
সুরের অঙ্গ:
ভাটিয়ালী।

গ্রহস্বর
: গা।