২১৪.
তাল: দ্রুত-দাদ্রা
ওগো
চৈতী
রাতের চাঁদ,
যেয়ো না
সাধ না
মিটিতে যেতে চেয়ো না॥
হের
তরুলতায়
কত আশার মুকুল,
ওগো
মাধবী-চাঁদ
আজো ফোটেনি ফুল,
তুমি
যেয়ো
না,
প্রিয় যেয়ো না─
ঝরা
মুকুলে
বনবীথি ছেয়ো না
তুমি
যেয়ো
না,
প্রিয় যেয়ো না,
ওগো যেয়ো না॥
আজো
ফুলের
নেশায় পাগল দখিন হাওয়া
আজো
ভোলেনি
পাপিয়া 'পিয়া
পিয়া'
গাওয়া
তুমি
এখনি
বিদায়-গীতি গেয়ো না
তুমি
যেয়ো
না,
প্রিয় যেয়ো না॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ১২০৯৩। শিল্পী ছিলেন মিস্ লক্ষ্মী। সুর করেছিলেন নজরুল।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৭
খ্রিষ্টাব্দের
সেপ্টেম্বর মাসে টুইন.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
তাল:
দ্রুত-দাদ্রা।
পর্যায়:
নৃত্যসঙ্গীত (নৃত্য-সম্বলিত গান)।
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
র্সা।