২১৫.
তাল: দ্রুত-দাদ্রা
ওরে গো-রাখা রাখাল তুই কোথা হতে এলি রে
আষাঢ়
মাসের মেঘের বরণ কেমন ক'রে
পেলি রে॥
কে দিয়েছে আল্তা মেখে পা'য়,
চল্তে
গেলে নূপুর বেজে'
যায় রে;
নূপুর বেজে'
যায়।
তোর
আদুল
গায়ে বাঁধা কেন গাঁদা রঙের চেলি রে॥
তোর
ঢল্ঢলে
দুই চোখে যেন নীল শালুকের কুঁড়ি রে
তোরে
দেখে
কেন হাসে যত গোপ-কিশোরী রে।
তোর
গলার
মালার গন্ধে আমার মন
গুন্গুনিয়ে
বেড়ায় রে মৌমাছি যেমন রে;
তুই
ঘর-সংসার ভুলালি কোন মায়াতে ফেলি'
রে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২.
রেকর্ড সূত্র :
১৯৪১
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর মাসে হিন্দুস্থান
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং-
এইচ. ৯৭১.। শিল্পী ছিলেন শ্রী কালীপদ সেন। সুর করেছিলেন নজরুল।
[সূত্র : কাফেলা, ভাদ্র ১৩৮২ বঙ্গাব্দ।]
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪১
খ্রিষ্টাব্দের
ডিসেম্বর মাসে
হিন্দুস্থান
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
তাল:
দ্রুত-দাদ্রা।
পর্যায়: লোকগীতি।
সুরের অঙ্গ: ঝুমুর।
গ্রহস্বর:
সা।