২১৬.
   রাগ: ভৈরবী, তাল: দাদ্‌রা।

কত   জনম যাবে তোমার বিরহে
            স্মৃতির জ্বালা পরান দহে॥
        শূন্য গেহ মোর শূন্য জীবনে,
একা   থাকারি ব্যথা কত সহে (ওগো)
            স্মৃতির জ্বালা পরান দহে॥
        দিয়েছি যে জ্বালা জীবন ভরি’ হায়
        গলি’ নয়ন-ধারায় সে ব্যথা বহে
            স্মৃতির জ্বালা পরান দহে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৫ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৭৩৩৩.। শিল্পী ছিলেন শ্রীমতী সরযূবালা। বাসন্তিকা গীতিনাট্য।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারি মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
গানটির শুরুতে আলাপ আছে।
রাগ: ভৈরবী।
তাল: দাদ্‌রা।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:
ঠুমরী/ঠুংরী।

গ্রহস্বর
: সা।