২১৭.
        তাল: ত্রিতাল
কত যুগ পাই নাই তোমার দেখা
থাকিতে পারি না আর একা একা॥
        জানি না কোথায় থাকো
        
সেথায় আমারে ডাকো
মুছে এলো বুকে বঁধু স্মৃতির রেখা॥
তুমি জলধি, তোমাতে মিশে শতেক নদী
আমি রুদ্ধ-সায়র কাঁদি নিরবধি।
        দেখা কি পাব না হায়
        আশা যে ফুরায়ে যায়
শ্রাবণে এলো গো মেঘ, কাঁদিছে কেকা॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৬ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ৪৬০৫.। শিল্পী ছিলেন কুমারী পদ্মরাণী গাঙ্গুলী। সুর করেছিলেন সুরেশ চক্রবর্তী।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দে অক্টোবর মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৭ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার: সুরেশ চক্রবর্তী।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল: ত্রিতাল।
পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: ণর্রা