২১৬৯
ঐ ঘর ভুলানো সুরে কে গান গেয়ে যায় দূরে
তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে॥
তা'র সহজ গলার টানে
সে ফুল ফোটাতে জানে,
তা'র সুরে ভাটির-টানে নব জোয়ার আসে ঘুরে ॥
তা'র সুরের অনুরাগে
বুকে প্রণয় বেদন জাগে
বনে ফুলেরই আগুন লাগে, ফুল সুধায়ে ওঠে পুরে॥
বুঝি সুর-সোহাগে ওরি,
পায় যৌবন কিশোরী
হিয়া বুদ হয়ে গো নেশায় তার পায়ে পায়ে ঘুরে॥
ভাবসন্ধান: কোন্ সে অচেনা
শিল্পী, তার মোহনীয় সুরে গান গেয়ে দূরে চলে যায়। যার সুরের আবেশ মনকে উদাসী
করে তোলে, ঘরের
বন্ধন থেকে মুক্ত করে ঘর ছাড়ার জন্য উন্মনা করে তোলে। ওই সুরের টানে মন যেন
পাখির মতো উড়ে যেতে যায়।
শিল্পীর সহজ সুরের টানে যেনো সুর ফুলের মতো প্রস্ফুটিত হয়। তাঁর সুরের টানে
নিরানন্দ মনে আনন্দের জোয়ার বয়ে যায়। হারিয়ে ফেলা আনন্দ-স্রোতে আনে
আনন্দ-প্রবাহ।
তার সুরের ছোঁয়ায় মনে প্রণয়ের সুতীব্র অনুভূতিময় বেদনার সৃষ্টি করে। মনবনের প্রণয়-পুষ্প যৌবনরাগে উত্তপ্ত সৌরভ ছড়ায়। যেন সে মনপুষ্প যৌবনসুধায় পূর্ণ হয়ে উঠে।
তার সুরের আদরে কিশোরী যুবতী হয়ে উঠে। হৃদয় যৌবনমদিরা পান করে নেশায় ঘোরে নিজেকে হারিয়ে ফেলে। সবকিছু ভুলে ওই ঘর ভোলানো সুর-শিল্পীর মোহমায়ায় ঘুরে ফেরে।