২২০.
রাগ: দুর্গা (খাম্বাজ ঠাট),
তাল: আদ্ধা
কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া॥
এ ভরা ভাদরে আমার মরা নদী
উথলি’
উথলি’
উঠিছে নিরবধি
আমার এ ভাঙা
ঘটে,
আমার এ হৃদিতটে
চাপিতে গেলে ওঠে দু’কূল
ছাপিয়া॥
নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি
জল লুকাবো কত কাজল মাখি’
মাখি’
ছলনা ক’রে
হাসি,
অমনি জলে ভাসি
ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২২০
সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৯।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০-৫২।
- সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩০-৩১।
- সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৮-২৯।
- নজরুল স্বরলিপি,
চতুর্দশ খণ্ড, (হরফ প্রকাশনী, ভাদ্র ১৪১২। সেপ্টেম্বর ২০০৫) -এর
২৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬-৪৭।
- বুলবুল (কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ।
১৫ নভেম্বর, ১৯২৮ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৪৫ সংখ্যক গান, (রাতের)
দুর্গা-আদ্ধা কাওয়ালী।।
পৃষ্ঠা: ১৮৪-১৮৫।
- নজরুল-গীতিকা (ভাদ্র ১৩৩৭
বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর, ১৯৩০
খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী, তৃতীয় খণ্ড
(বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৬৮
সংখ্যক গান, (খাম্বজ ঠাটের) দুর্গা-আদ্ধা কাওয়ালী। পৃষ্ঠা: ২১৬-২১৭।
- পত্রিকা : সওগাত,
ফাল্গুন, ১৩৩৫ বঙ্গাব্দ।
- নাটক : রক্তকমল।
নাট্যকার-শচীন সেনগুপ্ত। মঞ্চ-মনোমোহন থিয়েটার।
উব্দোধন-২
জুন, ১৯২৯ খ্রিষ্টাব্দ। চরিত্র-মমতা। শিল্পী-সরযূবালা।
২. রেকর্ড সূত্র : ১৯২৯
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে,
এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানী প্রথম গানটি রেকর্ড করে।
রেকর্ড নম্বর -
পি. ১১৬৭০।
গানটি আঙ্গুরবালা গেয়েছিলেন।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯২৯
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে, এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানী থেকে গানটি প্রথম
রেকর্ডে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩০ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার :
- কাজী নজরুল ইসলাম। [সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩০-৩১।]
৬. স্বরলিপিকার :
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০-৫২।]
- নলিনীকান্ত সরকার।
[সুর-মুকুর,
(ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬।
মে ১৯৯৯) -এর
৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩০-৩১।]
- নলিনীকান্ত সরকার। [সুর-মুকুর,
(নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১০।
আগষ্ট ২০০৩) -এর
৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৮-২৯।]
- শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি,
চতুর্দশ খণ্ড, (হরফ প্রকাশনী, ভাদ্র ১৪১২। সেপ্টেম্বর ২০০৫) -এর
২৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৬-৪৭।]
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
দুর্গা (খাম্বাজ ঠাট)।
তাল:
আদ্ধা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর: গা।