২২০.
 রাগ: দুর্গা (খাম্বাজ ঠাট),
     তাল: আদ্ধা

কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া
প্রাতে কোকিল কাঁদে নিশীথে পাপিয়া॥

এ ভরা ভাদরে আমার মরা নদী
উথলি উথলি উঠিছে নিরবধি
আমার এ ভাঙা
টে,
আমার এ হৃদিতটে
চাপিতে গেলে ওঠে দু
কূল ছাপিয়া॥

নিষেধ নাহি মানে আমার এ পোড়া আঁখি
জল লুকাবো কত কাজল মাখি মাখি
ছলনা করে হাসি, অমনি জলে ভাসি
ছলিতে গিয়া আসি ভয়েতে কাঁপিয়া॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:                        

২. রেকর্ড সূত্র : ১৯২৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে, এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানী প্রথম গানটি রেকর্ড করে। রেকর্ড নম্বর - পি. ১১৬৭০গানটি আঙ্গুরবালা গেয়েছিলেন।

৩. রচনাকাল :  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে, এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানী থেকে গানটি প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩০ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ :
                       

৫. সুরকার :

৬. স্বরলিপিকার : 

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: দুর্গা (খাম্বাজ ঠাট)
তাল:
আদ্ধা
পর্যায়:

সুরের অঙ্গ:

গ্রহস্বর: গা।