২২০৫.
            তাল: লোফা/দাদ্‌রা
আমি ভাই ক্ষ্যাপা বাউল, আমার দেউল আমারি এই আপন দেহ।
আমার এ প্রাণের ঠাকুর নহে সুদূর অন্তরে মন্দির-গেহ॥
সে থাকে সকল সুখে সকল দুখে আমার বুকে অহরহ,
কভু তায় প্রণাম করি, বক্ষে ধরি, কভু তা'রে বিলাই স্নেহ॥
ভুলায়নি আমারি কুল, ভুলেছে নিজেও সে কুল,
ভুলে বৃন্দাবন গোকুল মোর সাথে মিলন বিরহ।
সে আমার ভিক্ষা-ঝুলি কাঁধে তুলি', চলে ধুলি-মলিন পথে,
নাচে গায় আমার সাথে একতারাতে, কেউ বোঝে, বোঝে না কেহ॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩২ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে এইচ,এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৩৮৩৩.। শিল্পী ছিলেন ধীরেন্দ্র নাথ দাস।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দে জানুয়ারি মাসে এইচ,এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুর ও স্বরলিপি : কাজী নজরুল ইসলাম।
                        [নজরুল স্বরলিপি (ডি. এম. লাইব্রেরী, বৈশাখ ১৪০৫। মে ১৯৯৮)-এর ২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৩-৮৬]।

৬. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
তাল:
লোফা/দাদ্‌রা।
পর্যায়: 
লোকগীতি।
সুরের অঙ্গ: বাউল।

গ্রহস্বর:
 ধ্‌।
 [নজরুল স্বরলিপি (ডি. এম. লাইব্রেরী, বৈশাখ ১৪০৫। মে ১৯৯৮)-এর ২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৩-৮৬]।