২২২.
তাল: কাহার্বা
খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির
দিনে।
প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে॥
আজ
গোকুলের রঙ মহলায়
রামধনু
ঐ রঙ পিয়ে যায়
সন্ধ্যা-সকাল রাঙতো না গো ঐ হোরির
কুম্কুম্ বিনে॥
রঙ কিনিতে এসে সেথায় রবি শশী আকাশ ভেঙে'
এই ফাল্গুনী ফাগের রাগে অশোক শিমুল ওঠে রেঙে'।
আসে হেথায় রাধা-মাধব এই রঙেরই পথ চিনে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ৪৮৪৪.। শিল্পী ছিলেন বীণাপাণি (খেঁদি)। সুর করেছিলেন নজরুল ইসলাম।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৭
খ্রিষ্টাব্দের
এপ্রিল মাসে টুইন.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
তাল: কাহারবা।
পর্যায়: ভক্তিমূলক গান। হোলী।
সুরের অঙ্গ:
গ্রহস্বর: