২২৩.
রাগ: পিলু,
তাল:
কাহার্বা।
গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে
ফুল-হার পরায়ে গলে দিলে জল নয়ন-পাতে॥
যে
জ্বালা পেনু জীবনে
ভুলেছি
রাতে স্বপনে
কে তুমি এসে গোপনে ছুঁইলে সে বেদনাতে॥
যবে
কেঁদেছি একাকী
কেন
মুছালে না আঁখি
নিশি আর নাহি বাকি,
বাসি ফুল ঝরিবে প্রাতে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২২৩
সংখ্যক গান। পৃষ্ঠা: ৭০।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
১০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৮-৬২।
- নজরুল স্বরলিপি,
চতুর্দশ খণ্ড, (হরফ প্রকাশনী, ভাদ্র ১৪১২। সেপ্টেম্বর ২০০৫) -এর
২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭-৪৯।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
কাব্য-গীতি। গান-২৫৫। পৃষ্ঠা:
৬৮।
- বুলবুল (কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ।
১৫ নভেম্বর, ১৯২৮ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৩৬ সংখ্যক গান (পিলু-কাহারবা)।
পৃষ্ঠা: ১৭৮।
- নাট্যগ্রন্থ : আলেয়া।
নাট্যকার - নজরুল। চরিত্র - কাকলি।
- নাটক : আলেয়া। মঞ্চ -
নাট্যনিকেতন। চরিত্র - কাকলি। শিল্পী - নীহারবালা।
উদ্বোধন - ১৯
ডিসেম্বর, ১৯৩১ খ্রিষ্টাব্দ।
- পত্রিকা : ১.
সওগাত, ভাদ্র, ১৩৩৫ বঙ্গাব্দ। শিরোনাম - গহীন রাত।
২. ধূপছায়া, ভাদ্র, ১৩৩৫ বঙ্গাব্দ।
২.
রেকর্ড সূত্র :
১৯৩১
খ্রিষ্টাব্দের
জুলাই মাসে এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি
গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- পি. ১১৭২৪। শিল্পী ছিলেন ইন্দুবালা।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩১
খ্রিষ্টাব্দের
জুলাই মাসে
এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার:
৬.
স্বরলিপিকার :
-
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
১০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৮-৬২।]
- শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি,
চতুর্দশ খণ্ড, (হরফ প্রকাশনী, ভাদ্র ১৪১২। সেপ্টেম্বর ২০০৫) -এর
২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭-৪৯।]
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
পিলু।
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ: গজল।
গ্রহস্বর:
-
প্দ্। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
১০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৮-৬২।]
-
সঋ।
[নজরুল স্বরলিপি,
চতুর্দশ খণ্ড, (হরফ প্রকাশনী, ভাদ্র ১৪১২। সেপ্টেম্বর ২০০৫) -এর
২৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭-৪৯।]