২২৩.
   রাগ: পিলু
, তাল: কাহার্‌বা

গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে
ফুল-হার পরায়ে গলে দিলে জল নয়ন-পাতে॥
             যে জ্বালা পেনু জীবনে
             ভুলেছি রাতে স্বপনে
কে তুমি এসে গোপনে ছুঁইলে সে বেদনাতে॥
             যবে কেঁদেছি একাকী
            
কেন মুছালে না আঁখি
নিশি আর নাহি বাকি
, বাসি ফুল ঝরিবে প্রাতে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩১ খ্রিষ্টাব্দে জুলাই মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- পি. ১১৭২৪। শিল্পী ছিলেন ইন্দুবালা।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দে জুলাই মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩২ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: পিলু।
তাল: কাহারবা।
পর্যায়:
সুরের অঙ্গ:
গজল।

গ্রহস্বর
: