২২৫.
রাগ : মধুমাধবী-সারঙ্,
তাল : ত্রিতাল।
চৈতালি চাঁদিনী রাতে—
নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
নিশি জাগে আমারি সাথে॥
পিয়াসি চকোরীর দিন-গোনা ফুরালো
শূন্য-গগনের বক্ষ জুড়ালো
দক্ষিণ-সমীরণ মাধবী-কঙ্কণ
পরায়ে দিল বনভূমির হাতে॥
চাঁদিনী তিথি এলো, আমারি চাঁদ কেন এলো না;
বনের বুকের আঁধার গেল গো − মনের আঁধার গেল না।
এ মধু-নিশি মিলন-মালায়
কাঁটার মত আমি বিঁধিয়া আছি, হায়!
সবারই আঁখিতে আলোর দেয়ালি
অশ্রু আমারি নয়ন-পাতে॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)
নামক গ্রন্থের ২২৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭০।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
চতুর্থ খণ্ড, ৯ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট,
অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫)। পৃষ্ঠা:
৬২-৬৫।
-
নজরুল সুরলিপি,
অষ্টম খণ্ড, ২১ সংখ্যক গান (নজরুল একাডেমী,
ফেব্রুয়ারি ১৯৮৬)।
পৃষ্ঠা: ৫১-৫৩।
-
একশো গানের নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৭৫ সংখ্যক
গান (হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩)। পৃষ্ঠা: ২০১-২০২।
-
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
চতুর্থ খণ্ড, ৫০ সংখ্যক গান (সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫।
সেপ্টেম্বর ১৯৭৮)। পৃষ্ঠা: ১০৯-১১০।
-
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি,
২৯ সংখ্যক গান (হরফ প্রকাশনী, আশ্বিন
১৪০৬। সেপ্টেম্বর ১৯৯৯)।
পৃষ্ঠা: ৬০-৬২।
- নজরুল-গীতি, অখণ্ড।
রাগ-প্রধান গান, ৮৪৮ সংখ্যক গান (হরফ প্রকাশনী,
মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪)।
পৃষ্ঠা: ২১৬।
- বেতার: সঙ্গীতালেখ্য -
সারঙ্গ রঙ্গ। তারিখ - ০৬-০৪-১৯৪০। মধুমাধবী সারঙ্গ - ত্রিতাল।
২. রেকর্ড সূত্র : ১৯৪১ খ্রিষ্টাব্দের
মে মাসে,
সেনোলা রেকর্ড কোম্পানী প্রথম গানটি রেকর্ড করে।
রেকর্ড নম্বর Q.S.- 523.
। গানটি
শ্রীযুক্ত রথীন চট্রোপাধ্যায় গেয়েছিলেন।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
সেনোলা
থেকে রেকর্ড প্রকাশের
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার : কাজী
নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
- আসাদুল হক। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৯
সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫)।
পৃষ্ঠা: ৬২-৬৫]।
- কমল দাশগুপ্ত। [নজরুল
সুরলিপি, অষ্টম খণ্ড, ২১ সংখ্যক
গান (নজরুল একাডেমী, ফেব্রুয়ারি ১৯৮৬)।
পৃষ্ঠা: ৫১-৫৩]।
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৫০ সংখ্যক গান
(সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫। সেপ্টেম্বর ১৯৭৮)। পৃষ্ঠা:
১০৯-১১০]।
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, ২৯ সংখ্যক গান (হরফ প্রকাশনী,
আশ্বিন ১৪০৬। সেপ্টেম্বর ১৯৯৯)।
পৃষ্ঠা:
৬০-৬২]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
মধুমাধবী-সারঙ্।
তাল:
ত্রিতাল।
সুরের অঙ্গ: খেয়ালাঙ্গ।
পর্যায়: প্রকৃতি।
গ্রহস্বর:
- নর্সর্রা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৯
সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫)।
পৃষ্ঠা: ৬২-৬৫]।
- পণা। [নজরুল
সুরলিপি, অষ্টম খণ্ড, ২১ সংখ্যক
গান (নজরুল একাডেমী, ফেব্রুয়ারি ১৯৮৬)।
পৃষ্ঠা: ৫১-৫৩]।
- পণা। [একশো
গানের নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৭৫ সংখ্যক গান (হরফ
প্রকাশনী, জুলাই ১৯৯৩)। পৃষ্ঠা: ২০১-২০২]।
- পণা। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড, ৫০ সংখ্যক গান
(সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫। সেপ্টেম্বর ১৯৭৮)। পৃষ্ঠা:
১০৯-১১০]।
-
পণা। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, ২৯ সংখ্যক গান (হরফ প্রকাশনী,
আশ্বিন ১৪০৬। সেপ্টেম্বর ১৯৯৯)।
পৃষ্ঠা:
৬০-৬২]।