২২৮২.
              'বাঙলায় মহাত্মা'

আজ    না-চাওয়া পথ দিয়ে কে এলে, ঐ কংস কারার দ্বার ঠেলে।
          আজ শব-শ্মশানে শিব নাচে ঐ ফুল ফুটানো-পা ফেলে॥
          আজ প্রেম দ্বারকায় ডেকেছে বান,
          মরুভূমে জাগল তুফান,
          দিগ্বিদিকে উপচে পড়ে প্রাণ রে!
          তুমি জীবন-দুলাল সব লালে-লাল করলে প্রাণের রং ঢেলে॥
          ঐ শ্রাবন্তি ঢল আসল নেমে,
          আজ ভারতের জেরুজালেমে
          মুক্তি-পাগল এই প্রেমিকের প্রেমে রে
          ওরে আজ নদীয়ায় শ্যাম নিকুঞ্জে রক্ষ হরি রাম খেলে॥
          ঐ চরকা-চাকায় ঘর্ঘর-ঘর
          শুনি কাহার আসার খবর,
          ঢেউ-দোলাতে দোলে সপ্ত সাগর রে!
          ঐ পথের ধূলা ডেকেছে আজ সপ্ত কোটি প্রাণ মেলে॥
          আজ জাত-বিজাতের বিভেদ ঘুচি,
          এক হল ভাই বামুন-মুচি
          প্রেম-গঙ্গায় সবাই হল শুচি রে!
          আয় এই যমুনায় ঝাঁপ দিবি কে বন্দেমাতরম্ বলে'

                                              ওরে সব আগুন জ্বেলে

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : পাওয়া যায় নি।

৩. রচনাকাল ও স্থান :  জ্যৈষ্ঠ, ১৩৩১ বঙ্গাব্দ। হুগলি।
    উপলক্ষ : মহাত্মা গান্ধীর হুগলী আগমন।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল:

পর্যায়:
সুরের অঙ্গ:

গ্রহস্বর
: