২২৮৫.
'ধীবরদের গান'
আমরা নীচে পড়ে রইব না আর শোন রে ও
ভাই জেলে,
এবার উঠব রে সব ঠেলে।
ঐ বিশ্ব-সভায় উঠল সবাই রে,
ঐ মুটে-মজুর হেলে।
এবার উঠব রে সব ঠেলে॥
আজ সবার গায়ে লাগছে ব্যথা,
সবাই আজি কইছে কথা রে,
আমরা এমনি মরা কই নে কিছু
মড়ার লাথি খেলে।
এবার উঠব রে সব ঠেলে।
হায় ভাইরে, মোদের ঠাঁই দিল
না আপন মাটির মায়ে,
তাই জীবন মোদের ভেসে বেড়ায়
ঝড়ের মুখে নায়ে।
ও ভাই নিত্য-নূতন হুকুম জারি
করছে তাই সব অত্যাচারী রে
তারা বাজের মতন ছোঁ মেরে খায় আমরা মৎস্য পেলে।
এবার উঠব রে সব ঠেলে।
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : পাওয়া যায় নি।
৩. রচনাকাল ও স্থান : ২৪শে ফাল্গুন, ১৩৩২ বঙ্গাব্দ। কৃষ্ণনগর।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
তাল:
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর: