বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২৩১১
শিরোনাম
:
চাঁদের
কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি।
পাঠ ও পাঠভেদ:
২৩১১.
তাল : দাদ্রা
চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি।
তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কী শক্তিমতী॥
শিখালে কাঁকন চুড়ি পরিয়াও নারী,
ধরিতে পারে যে উদ্ধত তরবারি,
না রহিত অবরোধের দুর্গ, হতো না এ দুর্গতি॥
তুমি দেখালে নারীর শক্তি স্বরূপ ─ চিন্ময়ী কল্যানী,
ভারত জয়ীর দর্প নাশিয়া মুছালে নারীর গ্লানি।
তুমি গোলকুণ্ডার কোহিনূর হীরা সম
আজো ইতিহাসে জ্বলিতেছে নিরুপম,
রণরঙ্গিণী ফিরে এসো,
তুমি ফিরিয়া আসিলে, ফিরিয়া আসিবে লক্ষ্মী ও সরস্বতী॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার: সঙ্গীতালেখ্য─পঞ্চাঙ্গনা। তারিখ─২৩ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ। শিল্পী: চিত্ত রায়।
পত্রিকা:
সঙ্গীতালেখ্য: পঞ্চাঙ্গনা।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: কমল দাশগুপ্ত।