বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২৫৬৬.
শিরোনাম
:
লুকায়ে
রহিলে চিরদিন শীষমহলের শার্সিতে।
পাঠ ও পাঠভেদ:
লুকায়ে রহিলে চিরদিন শীষমহলের শার্সিতে।
তব রূপ শুধু রূপায়িত হল হেরেমের আর্শিতে॥
অমৃত অশ্রু মেশা পিঞ্জরে চিরবন্দিনী, চিরযোগিনী জেবুন্নেসা।
তোমার দিওয়ানে ওগো শাহাজাদী কবি
আঁকিলে যে তব বিরহ বিষাদ ছবি,
লাজ পায় তাজমহলও তাহার সকরুণ সঙ্গীতে॥
কোন্ সে তরুণ কবি তোমারে তোমার কবিতার চেয়ে সুন্দর দেখেছিল,
গোলাপ ফুলের পাপড়িতে তব ছবি প্রেম চন্দনে এঁকেছিল।
প্রিয়ার আদেশে আগুনের দাহ সহি'
পুড়িল প্রেমিক একটি কথা না কহি'
সেই মন প্রেমের মহিমা আজিও জাগে, ঝরা গোলাপের সুরভিতে॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার: সঙ্গীতালেখ্য─পঞ্চাঙ্গনা। তারিখ─২৩ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ।
পত্রিকা:
সঙ্গীতালেখ্য : পঞ্চাঙ্গনা।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গানটির সুরাকার কে ছিলেন, এ বিষয় ব্রহ্মমোহন ঠাকুর তাঁর নজরুল সঙ্গীত নির্দেশিকা, (নজরুল ইন্সটিটিউট। মে ২০০৯,২৩৬০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৬৩) গ্রন্থে লেখেছেন
'...স্বরলিপিগ্রন্থের সুরটি কমল দাশগুপ্তের
কিন্তু বেতার অনুষ্ঠানে গানটির সুরকার ছিলেন নজরুল।'
স্বরলিপিকার : কমল দাশগুপ্ত।