বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২৬.
শিরোনাম:
ঘুমাইতে দাও শ্রান্ত
রবি রে জাগায়ো না জাগায়ো না,
পাঠ ও পাঠভেদ:
২৬
তাল: দাদ্রা
ঘুমাইতে দাও শ্রান্ত রবি রে জাগায়ো না জাগায়ো না,
সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ো না॥
যে সহস্র করে রূপরস দিয়া
জননীর কোলে পড়িল ঢলিয়া
তাঁহারে শান্তি-চন্দন দাও ক্রন্দনে রাঙায়ো না॥
যে তেজ শৌর্য-শক্তি দিলেন, আপনারে করি ক্ষয়
তাই হাত পেতে নাও।
বিদেহ রবি ও ইন্দ্র মোদের নিত্য দেবেন জয়
কবিরে ঘুমাতে দাও।
অন্তরে হের হারানো রবির জ্যোতি
সেইখানে তারে নিত্য কর প্রণতি
আর কেঁদে তাঁরে কাঁদায়ো না॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
রবীন্দ্রনাথের মৃত্যু
উপলক্ষে ১৯৪১ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট সন্ধ্যায় গানটি কাজী নজরুল ইসলাম ও
সহশিল্পীবৃন্দ গেয়েছিলেন।
সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার: রবীন্দ্রনাথের মৃত্যূ উপলক্ষে ৭ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ তারিখের সন্ধ্যায় গানটি নজরুল ও তাঁর সহশিল্পীবৃন্দ গেয়েছিলেন।
পত্রিকা:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: