২৬১
তাল:
দাদ্রা
বঁধু, তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে।
তাই যত কাছে পাই তত এ হিয়ায় কি যেন অভাব রহে॥
বারে বারে মোরা কত সে ভুবনে আসি
দেখিয়া নিমেষে দুইজনে ভালোবাসি,
দলিয়া সহসা মিলনের সেই মালা (কেন) চলিয়া গিয়াছি দোঁহে॥
আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতার।
শুধু চেয়ে থাকি, কেঁদে কেঁদে ডাকি, চাঁদ আর পারাবার
যেন চাঁদ
আর পারাবার।
মোদের জীবন-মঞ্জরি দুটি হায়!
শতবার ফোটে' শতবার ঝ'রে যায়;
আমি কাদি ব্রজে (বঁধু), তুমি কাঁদ মথুরায়, মাঝে অপার যমুনা বহে॥ |
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি
২০১১) নামক গ্রন্থের
২৬১
সংখ্যক গান। পৃষ্ঠা: ৮২।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩,
মার্চ ১৯৯৭) -এর ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৪-৮৭।
-
একশ গানের নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড,
(হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩ খ্রিষ্টাব্দ) -এর ৭৯ সংখ্যক গান। পৃষ্ঠা:
২০৯-২১১।
-
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬)
-এর ৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ২০৯-২১১।
-
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী,
Deluxe Edition : July 2011) -এর ২৭৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৯০-৬৯৩।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। [৮ মাঘ ১৪১০ বঙ্গাব্দ]। কাব্যগীতি। গান-৫৩৪।
পৃষ্ঠা: ১৩৮।
- বুলবুল, দ্বিতীয় খণ্ড (১১ জ্যৈষ্ঠ,
১৩৫৯ বঙ্গাব্দ)। [নজরুল-রচনাবলী, ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪। ২৭
আগস্ট, ২০০৭)] -এর ৯৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩০৩।
- বেতার: ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৯ নভেম্বর
'ঠুম্রীর জলসা' নামক অনুষ্ঠানে গানটি সম্প্রচার করা হয়েছিল।
২.
রেকর্ড সূত্র: ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে কলম্বিয়া
রেকর্ড কোম্পানি থেকে এই
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর
GE-2555।
শিল্পী: শ্রীমতি রাধারাণী। [শ্রবণ
নমুনা] ।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের
সেপ্টেম্বর মাসে কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশের
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ: পাঠভেদ আছে।
১. চাঁদ আর পারাবার
যেন চাঁদ আর পারাবার : রেকর্ড নং
N-2555
১.
চাঁদ আর পারাবার
: নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি
২০১১)
২. মোদের মিলন-মঞ্জরি দুটি
হায়!
কতবার ফোটে কতবার ঝ'রে
যায়;
: রেকর্ড নং N-2555
২. মোদের জীবন-মঞ্জরি দুটি
হায়!
শতবার ফোটে শতবার ঝ'রে যায়
: নজরুল-গীতি অখণ্ড, আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি অখণ্ড
গীতি সংকলন। প্রথম খণ্ড। রফিকুল ইসলাম সম্পাদিত
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার:
-
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩,
মার্চ ১৯৯৭) -এর ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৪-৮৭]।
-
কাজী অনিরুদ্ধ।
[নির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম,
শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর ৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ২০৯-২১১]।
-
নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি,
(হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর ২৭৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬৯০-৬৯৩]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড
[নজরুল ইন্সটিটিউট]-এ গৃহীত স্বরলিপিটিতে রাগের কোনো উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা
তালে নিবদ্ধ।
মিশ্র/দাদরা [একশ গানের নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড
,
(হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩ খ্রিষ্টাব্দ) -এর ৭৯ সংখ্যক গান। পৃষ্ঠা:
২০৯-২১১]।
সুরের অঙ্গ: ঠুংরী।
গ্রহস্বর:
-
না। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
সপ্তম খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩,
মার্চ ১৯৯৭) -এর ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৪-৮৭]।
-
গা। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe
Edition : July 2011) -এর ২৭৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৯০-৬৯৩]।