২৬৩৯
            
লেটোগান: মেঘনাদ বধ

গোদাকবির বর্ণন: অঙ্গদ, পাদপ পাথর আনিল বিস্তর।
                       সজোরে হানিল তার রথের উপর

                       স্বর্ণ রথ বিচূর্ণ হইল তখনি।
                       মেঘের আড়ালে গিয়ে লুকায় রাবণি

অঙ্গদ              : কোথায়, কোথায়, মেঘনাদ, আয় দেখি তোরে।
                       কর যুদ্ধ সম্মুখ সমরে।
মেঘনাদ           : যুদ্ধের কৌশল আছে নানা।
                       মেঘের আড়ালে যুদ্ধ আছে মোর জানা
                       অলখিতে বধেছিলে বালী সম বীরে।
                      মেঘের আড়ালে থাকি বধিব তোমারে
                      মহাবীর শ্রীরাম লক্ষ্মণ অযোধ্যা কুমার।
                      মিটিয়াছে সাধ এবে সীতার উদ্ধার।
             
 

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র:  
৩. রচনাকাল:
৪. প্রাসঙ্গিক পাঠ: 

 ৫. সুরকার:

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: