২৭০৪
            
লেটোগান: পায়রা-পায়রী

অনুরাগের পায়রী আমার, অভিমানে উড়ে গেল।
ঝড় এলো হায় বৃষ্টি এলো, পায়রী আমার কোথা রইল
            
         ঠোঁট দুটি তার ছিল লাল লাল,
         কইতো কথা অতি রসাল
রাঙা আঁখি ভুলতে নারি, ভুলতে নারি টুকটুকে গাল

         চিত্র আঁকা গ্রীবাটি তার
         রাঙা পদের কিবা বাহার,
রাগলে আমি, অনুরাগে ঠোঁট দিয়ে ঠোঁট চুমিত।
হায় রে পায়রী আমার কোথায় গেল

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র:  
৩. রচনাকাল:
৪. প্রাসঙ্গিক পাঠ: 

 ৫. সুরকার:

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: