২৮৪.
রাগ: বেহাগ মিশ্র,
তাল: ফের্তা (কাহার্বা ও
দ্রুত-দাদ্রা)।
শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা।
শেফালি পুলকে ঝ'রে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা॥
ঘোমটা খুলিয়া তার পিঠে লুটায়
শিথিল কবরী লুটিছে পায়,
নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, আধো আঁধার বন তার রূপে উজালা॥
নিলাজ পাঁয়জোরে তার ওঠে ঝঙ্কার রিনিঝিনি, মন কয় চিনি চিনি
এ কি গো বন-দেবীর সতিনী
শিশির ধরে' পায় আল্তার রঙ চায় পাখি তারি গান গায় বনে নিরালা॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- জে.এন.জি. ১১০.। শিল্পী ছিলেন শ্রীমতী শ্বেতাঙ্গিনী (খেঁদী)। গানটি অর্কেস্ট্রা সম্বলিত।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪
খ্রিষ্টাব্দের
এপ্রিল মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
বেহাগ মিশ্র।
তাল:
ফের্তা (কাহার্বা ও দ্রুত-দাদ্রা)।
পর্যায়:
সুরের অঙ্গ:
গ্রহস্বর: পর্সা।