২৮৮৯.
অবেলায় যমুনার কূলে, কে আবার বাজায় লো বাঁশি।
আমি লো সই কলসি কাঁখে, বাঁশি শুনে জলকে আসি॥
            নবজলধর দেহখানি তাঁর
            কালো অঙ্গে কি বা রূপের বাহার,
ও তাঁর, মুখে দেখি মৃদু মধুর হাসি॥
            শুনে তাঁর বাঁশির ও তান,
            মোর প্রাণ করে লো আনচান,
রাধার নামে উঠেছে তান, চল লো সই দেখে আসি॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :

৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।

৪. প্রাসঙ্গিক পাঠ :  গানটি দুখুমিয়ার লেটোগান।

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :  
রাগ
তাল
:

সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: