২৮৯০.
অবেলাতে, জল আনিতে,
সই লো সই পথে কালা।
এক হাতে আড় বাঁশিখানি তাঁর, আর এক হাতে ফুলমালা॥
পথের মাঝে
কালো শশি,
নাম ধরে মোর
বাজায় বাঁশি,
ধীরে ধীরে মালা হাতে, কাছে আসে কালা॥
যত বলি সরো
সরো,
নাচে সে শ্যাম
নটবর,
নেচে নেচে কাছে এসে, গলেতে দেয় মালা॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র :
৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।
৪. প্রাসঙ্গিক পাঠ : গানটি দুখুমিয়ার লেটোগান।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
তাল:
সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: