বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ২৯.
শিরোনাম
:
এসো প্রিয় আরো কাছে
পাঠ ও পাঠভেদ:
২৯.
রাগ: দেশি, তাল: ত্রিতাল
এসো প্রিয় আরো কাছে
পাইতে হৃদয়ে এ বিরহী মন যাচে॥
দেখাও প্রিয় ঘন
ও রূপ মোহন
যে রূপে প্রেমাবেশে পরান নাচে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি (হরফ প্রকাশনী। Deluxe Edition : July 2011)। ২৬২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৬১।
নজরুল গীতি,
অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ
প্রকাশনী। জানুয়ারি ২০০৪)।
রাগ-প্রধান গান। গান: ৮১৬। পৃষ্ঠা:
২১০।
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: