২৯৫.
রাগ: মিঞা কী মল্লার, তাল: কাহার্বা
স্নিগ্ধ শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা
অর্জুন-মঞ্জরি-কর্ণে গলে নীপ-মালিকা, মালবিকা॥
ক্ষীণা তন্বী জল-ভার-নমিতা
শ্যাম জম্বু-বনে এসো অমিতা
আনো কুন্দ মালতী যুঁই ভরি থালিকা, মালবিকা॥
ঘন নীল বাসে অঙ্গ ঘিরে
এসো অঞ্জনা রেবা-নদীর তীরে
পরি' হংস-মিথুন আঁকা শাড়ি ঝিল্মিল্
এসো ডাগর চোখে মাখি সাগরের নীল
ডাকে বিদ্যুৎ ইঙ্গিতে দিগ্-বালিকা, মালবিকা॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২৯৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
৯২।
- নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৭-১০৯।
- একশো গানের নজরুল স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৪-১৬।
- সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর
৫১ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৪৩-১৪৪।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
১০ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯-২০।
- হিন্দোল
(প্রকাশক, মফিজুল ইসলাম, আষাঢ়
১৩৮৩ বঙ্গাব্দ) -এর
২৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬৪-৬৫।
- নার্গিস
(হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ ১৩৭৮
বঙ্গাব্দ) -এর ৭ সংখ্যক
গান (মিঞা কি মল্লার─ত্রিতাল)।
পৃষ্ঠা: ২৩-২৫।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]।
রাগ-প্রধান গান। গান-৯৬৪
(মিয়াঁ কি মল্লার─তেতালা)।
পৃষ্ঠা: ২৩৯-২৪০।
- গানের মালা (কার্তিক ১৩৪১
বঙ্গাব্দ। ২৩ অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
[নজরুল-রচনাবলী, ষষ্ঠ খণ্ড (বাংলা
একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪। ২৭ আগস্ট, ২০০৭)]
-এর ৩০ সংখ্যক গান
(মিয়া -কি মল্লার─তেতালা)।
পৃষ্ঠা: ২১০।
- পত্রিকা :
বুলবুল। পৌষ-চৈত্র, ১৩৪০ বঙ্গাব্দ।
২.
রেকর্ড সূত্র :
- ১৯৩৪
খ্রিষ্টাব্দে
এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি
প্রথম রেকর্ড করে। শিল্পী ছিলেন যূথিকা রায়। প্রশিক্ষক ছিলেন ধীরেন দাস।
রেকর্ডটি বাতিল হয়।
- ১৯৩৫
খ্রিষ্টাব্দের
আগষ্ট
মাসে
এইচ.এম.ভি.
রেকর্ড কোম্পানি গানটি
দ্বিতীয়বার রেকর্ড
করে। শিল্পী ছিলেন দেবেন বিশ্বাস।
রেকর্ডটি বাতিল হয়।
- ১৯৩৬
খ্রিষ্টাব্দের
মে
মাসে
এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটি তৃতীয়বার রেকর্ড করে। রেকর্ড নং- এন.৯৭২৭। শিল্পী ছিলেন আব্বাসউদ্দীন আহমদ।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৪
খ্রিষ্টাব্দে
এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
সেই অনুযায়ী, ধারণা করা যায় যে,
গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে রচিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার:
৬.
স্বরলিপিকার
:
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৭-১০৯।]
- কাজী অনিরুদ্ধ।
[সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
-এর ৫১ সংখ্যক গান। পৃষ্ঠা:
১৪৩-১৪৪।]
- নিতাই ঘটক।
[শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe
Edition : July 2011) -এর ১০
সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯-২০।]
- মফিজুল ইসলাম।
[হিন্দোল
(প্রকাশক, মফিজুল ইসলাম, আষাঢ়
১৩৮৩ বঙ্গাব্দ) -এর
২৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬৪-৬৫।]
- কাজী অনিরুদ্ধ।
[নার্গিস
(হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ ১৩৭৮ বঙ্গাব্দ)
-এর ৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৩-২৫।]
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
মিঞা কী মল্লার।
তাল:
কাহার্বা।
ত্রিতাল।
পর্যায়: রাগ প্রধান গান। অর্কেষ্ট্রা সম্বলিত।
সুরের অঙ্গ:
গ্রহস্বর:
-
রমা। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষষ্ঠ খণ্ড,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭) -এর
২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৭-১০৯।]
-
রা। [একশো গানের
নজরুল স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৪-১৬।]
-
রা। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
-এর ৫১ সংখ্যক গান। পৃষ্ঠা:
১৪৩-১৪৪।]
- ন্সা। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ১০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৯-২০।]
- ন্সা । [হিন্দোল
(প্রকাশক, মফিজুল ইসলাম,
আষাঢ় ১৩৮৩ বঙ্গাব্দ) -এর
২৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
৬৪-৬৫।]
-
রা। [নার্গিস
(হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ
১৩৭৮ বঙ্গাব্দ) -এর ৭
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৩-২৫।]