২৯৫২ লেটোগান: দাতা কর্ণ কর্ণ: অতিথি এসেছে এক মোদের কুটিরে। মনে হয় এসেছেন, মোরে ছলিবারে॥ শিশু মাংস খেতে চাই, শোকে দুখ ত্যাজি তাই, চল মোরা দোঁহে যাই, বধি বৃষকেতুরে॥ রানী: একি কথা মহারাজ, তাই কভু হয়। পুত্র বধে পিতামাতা, অসম্ভব নিশ্চয়॥ নরমাংস দ্বিজে খাবে, শুনেছ কে কোথা কবে, অসম্ভব, অসম্ভব, অসম্ভব নিশ্চয়॥ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ২৯৫২ সংখ্যক গান। লেটো গান। পৃষ্ঠা: ৯০২।
২.
রেকর্ড সূত্র:
৩. রচনাকাল:
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার:
৬. স্বরলিপিকার:
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: