বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৩০.
শিরোনাম
: আজি
মনে মনে লাগে হোরি
পাঠ ও পাঠভেদ:
৩০.
রাগ: পিলু-খাম্বাজ,
তাল: আদ্ধা
আজি মনে মনে লাগে হোরি
আজি বনে বনে জাগে হোরি॥
ঝাঁঝর করতাল খরতালে বাজে
বাজে কঙ্কণ চুড়ি মৃদুল আওয়াজে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
প্রেম-উল্লাসে শ্যামল গোরী॥
কদম্ব তমাল রঙে লালে লাল
লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী
রঙের উজান চলে কালো যমুনার জলে
আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী॥
মোর হৃদি-বৃন্দাবন যেন রাঙে
রাধা শ্যাম-যুগল চরণ-রাগে
ও চরণ-ধূলি যেন ফাগ হ'য়ে নিশিদিন
অন্তরে পড়ে মোর ঝরি'॥ন.ই-২। কা.অ-২, ৪। হ-১, ১৩। সুরমল্লার
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের মার্চ মাসে
PIONEER.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড (সাহিত্যম্। সেপ্টেম্বর ১৯৭৮)। ৮০ সংখ্যক গান। পিলু-খাম্বাজ─কাহারবা। পৃষ্ঠা: ১৬৮-১৬৯।
সুরমল্লার (হরফ প্রকাশনী। জ্যৈষ্ঠ ১৩৭৭ বঙ্গাব্দ)। ২য় গান। পিলু-খাম্বাজ─কাহারবা। পৃষ্ঠা: ১২-১৩।
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। রাগ-প্রধান গান। গান: ৭৯৩। পিলু-খাম্বাজ─কাহারবা। পৃষ্ঠা: ২০৫।
অগ্রন্থিত গান
[নজরুল-রচনাবলী─দশম
খণ্ড (বাংলা একাডেমী। মে ২০০৯)]।
২৬০
সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৩৩-৩৩৪।
বেতার:
১৩ মার্চ, ১৯৪১ খ্রিষ্টাব্দ তারিখে কলিকাতা বেতার কেন্দ্র হতে আবীর কুমকুম
নামক অনুষ্ঠানে গানটি প্রচারিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: