বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৩০.
শিরোনাম :
 আজি মনে মনে লাগে হোরি

পাঠ ও পাঠভেদ:

                         ৩০.
                রাগ: পিলু-খাম্বাজ,
                   তাল: আদ্ধা

               আজি মনে মনে লাগে হোরি
               আজি বনে বনে জাগে হোরি॥
               ঝাঁঝর করতাল খরতালে বাজে
               বাজে কঙ্কণ চুড়ি মৃদুল আওয়াজে
               লচকিয়া আসে মুচকিয়া হাসে
               প্রেম-উল্লাসে শ্যামল গোরী॥
               কদম্ব তমাল রঙে লালে লাল
               লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী
               রঙের উজান চলে কালো যমুনার জলে
               আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী॥
               মোর হৃদি-বৃন্দাবন যেন রাঙে
               রাধা শ্যাম-যুগল চরণ-রাগে
               ও চরণ-ধূলি যেন ফাগ হ'য়ে নিশিদিন
               অন্তরে পড়ে মোর ঝরি'॥

 ন.ই-২। কা.অ-২, ৪। হ-১, ১৩। সুরমল্লার
 

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: