৩০৯৬. |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ৩০৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৪৯।
২. রেকর্ড সূত্র : ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল, এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে কাজী নজরুল ইসলামের একটি গান রেকর্ড সংক্রান্ত চুক্তি হয়। ওই চুক্তিতে এই গানটির প্রথম চরণ হিসেবে ' আও চঞ্চল শ্যামল কিশোর' নামটি পাওয়া যায়। গানটির রেকর্ড বা লিখিত কোনো নমুনা এখনো পাওয়া যায় নি।