বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৩১.
শিরোনাম
: ও কে মুঠি মঠি
আবির কাননে ছড়ায়
পাঠ ও পাঠভেদ:
৩১
তাল: দ্রুত দাদরা
ও কে মুঠি মঠি আবির কাননে ছড়ায়
রাঙা-হাসির পরাগ-ফুল আননে ঝড়ায়॥
তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে
তার লালসার রঙ জাগে রাঙা অশোকে
তার রঙিন নিশান দোলে কৃষ্ণচূড়ায়॥
তার পুষ্পধনু দোলে শিমুল শাখায়
তার কামনা কাঁপে গো ভোমরা পাখায়,
সে খোঁপাতে বেল-ফুলের মালা জড়ায়॥
সে কুস্মী শাড়ি পরায় নীল বসনায়
সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই
সে শুকনো বনে ফাগুন আগুন ধরায় ॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৫
খ্রিষ্টাব্দের মার্চ
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গানের
মালা (২৩ অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী─ষষ্ঠ
খণ্ড (বাংলা
একাডেমী। ২৭ আগস্ট, ২০০৭)]।
২৩
সংখ্যক গান। চৈতী─খেমটা।
পৃষ্ঠা: ২০৬।
পাঠ: মুঠি মুঠি আবীর ও কে কাননে ছড়ায়।
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: