বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম :
 ও কে মুঠি মঠি আবির কাননে ছড়ায়

পাঠ ও পাঠভেদ:

                   ৩১
         তাল: দ্রুত দাদরা

ও কে মুঠি মঠি আবির কাননে ছড়ায়
রাঙা-হাসির পরাগ-ফুল আননে ঝড়ায়॥
তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে
তার লালসার রঙ জাগে রাঙা অশোকে
তার রঙিন নিশান দোলে কৃষ্ণচূড়ায়॥
তার পুষ্পধনু দোলে শিমুল শাখায়
তার কামনা কাঁপে গো ভোমরা পাখায়,
সে খোঁপাতে বেল-ফুলের মালা জড়ায়॥
সে কুস্‌মী শাড়ি পরায় নীল বসনায়
সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই
সে শুকনো বনে ফাগুন আগুন ধরায়

 

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: