বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৩২.
শিরোনাম
:
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
পাঠ ও পাঠভেদ:
৩২.
তাল: কাহারবা
মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে॥
মুহু মুহু বোলে কুহু কুহু কোয়েলা, মুকুলিত আমের ডালে
গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়, ডালিম ফুলের নব-কোরকে॥
ফুলের পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে
ঝিরি ঝিরি চৈতী বায়ে
বকুল বনে ঝিমায় মধুপ মদির নেশার ঝোঁকে॥
হরিত বনে হরষিত মনে হোরির হর্রা জাগে
রঙিলা অনুরাগে
নূতন প্রণয়-সাধ জাগে চাঁদের রাঙা আলোকে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৫
খ্রিষ্টাব্দের মার্চ
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গানের
মালা (২৩ অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী─ষষ্ঠ
খণ্ড (বাংলা
একাডেমী। ২৭ আগস্ট, ২০০৭)]।
১৮
সংখ্যক গান। চৈতী─কার্ফা।
পৃষ্ঠা: ২০৩-২০৪।
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: