বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৩৩.
শিরোনাম
:
বাঁশি বাজায় কে কদমতলায় ওলো ললিতে
পাঠ ও পাঠভেদ:
৩৩
তাল: দ্রুত-দাদরা
বাঁশি বাজায় কে কদমতলায় ওলো ললিতে
শুনে সরে না পা পথ চলিতে॥
তার বাঁশির ধ্বনি যেন ঝুরে ঝুরে
আমারে খোঁজে লো ভুবন ঘুরে॥
তার মনের বেদন শত সুরে সুরে
(ও সে) কি যেন চাহে মোরে বলিতে॥
আছে গোকূল নগর আরো কত নারী
কত রূপবতী বৃন্দাবন-কুমারী
আছে গোকূল নগরে।
কেন আমারি নাম লয়ে বংশীধারী
আসে নিতি নিতি মোরে ছলিতে।
সখি নিমর্ল কুলে মোর কৃষ্ণ-কালি
কেন লাগালে কালিয়া বনমালী
আমার বুকে দিল তুষের আগুন জ্বালি
আরো কত জনম যাবে জ্বলিতে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৭
খ্রিষ্টাব্দের অক্টোবর
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩৮ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: