বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৩৪.
শিরোনাম
: ও
কে চলিছে বন-পথে একা নূপুর পায়ে রন ঝন ঝন্।
পাঠ ও পাঠভেদ:
৩৪
তাল: ফের্তা (দ্রুত-দাদরা ও দ্রুত-কাহার্বা)
ও কে চলিছে বন-পথে একা নূপুর পায়ে রন ঝন ঝন্।
তারি চপল চরণ-আঘাতে দুলিছে নদী-দোলে ফুলবন॥
ঝরে ঝর্ ঝর্ গিরি-নির্ঝর তার ছন্দ চুরি করে,
'এলো সুন্দর ─ এলো সুন্দর' বাজে বনের মর্মরে।
গায় পাখি মেলি আঁখি
বলে, বন-দেবী এলো নাকি?
মধুর রঙ্গে অঙ্গে-ভঙ্গে জাগে শিহরণ॥
সন্ধ্যায় ঝিল্লির মঞ্জীর তার
ঝির্ ঝির্ শির্ শির্ তোলে ঝঙ্কার।
মধুভাষিণী সুচারু-হাসিনী সে মায়াহরিণী' ─
ফোটালো আঁধারে মরি মরি
অরুণ আলোর মঞ্জরী
দুলিছে অলকে আঁখির পলকে দোলন-চাঁপার নাচের মতন॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৫
খ্রিষ্টাব্দের জানুয়ারি
মাসে
TWIN.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: