৩৪১.
               তাল : দাদরা
 চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা
চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা।
রঙ্-পরীদের সঙ্গিনী তুই অঙ্গে চাঁদের রূপ-শিখা

ঊষর ধরায় আস্‌লি ভুলে তুষার দেশে রঙ্গিনী'
হিমেল দেশের চন্দ্রিকা তুই শীত-শেষের বাসন্তিকা

চাঁদের আলো চুরি ক'রে আনলি তুই মুঠি ভ'রে,
দিলাম চন্দ্র-মল্লিকা নাম তাই তোরে আদর ক
'রে।
              ভঙ্গিমা তোর গরব-ভরা
,
              রঙ্গিমা তোর হৃদয়-হরা,
ফুলের দলে ফুলরানী তুই
তোরেই দিলাম জয়টিকা

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৪ খ্রিষ্টাব্দে এপ্রিল মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ৭২২২.। শিল্পী ছিলেন কে. মল্লিক।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দে এপ্রিল মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :  

. সুরকার :

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
ভৈরবী।
তাল: দাদ্‌রা।

পর্যায়: 

সুরের অঙ্গ:

গ্রহস্বর:
 সা।