বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম : ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি

পাঠ ও পাঠভেদ:

                          ৩৫
   
                 তাল: দ্রুত-দাদরা
          ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
          সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি

          পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যাঁরা
          মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি-ধারা
          উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষ পাতি'

          কেবল মুসলমানের লাগিয়া আসেনি'ক ইসলাম
          সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম
          আমির ফকিরে ভেদ নাই 
  সবে ভাই, সব এক সাথি
          নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর্ সম অধিকার
          মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার
          আঁধার রাতির বোরখা উতারি এনেছি আশার-ভাতি

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: