বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৩৮.
শিরোনাম
:
'চোখ গেল' 'চোখ গেল' কেন ডাকিস রে
পাঠ ও পাঠভেদ:
৩৮.
তাল : দ্রুত-দাদরা
'চোখ গেল' 'চোখ গেল' কেন ডাকিস রে
চোখ গেল পাখি (রে)।
তোর ও চোখে কাহার চোখ পড়েছে নাকি রে
চোখ গেল পাখি (রে)॥
চোখের বালির জ্বালা জানে সবাই রে
চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে
কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আঁখি রে॥
তোর চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে
চোখ গেল ভুলে রে 'পিউ কাঁহা' 'পিউ কাঁহা' বলে
তাই ডাকিস অনুরাগে রে।
ওরে বন পাপিয়া কাহার গোপন্-প্রিয়া
ছিলি আর জনমে
আজো ভুলতে নারিস আজো ঝুরে হিয়া
ওরে পাপিয়া বল্ যে হারায় তাহারে কি
পাওয়া যায় ডাকি' রে॥
শচীন চন্দ্রদেববর্মণ [শ্রবণ নমুনা]
ফিরোজা বেগম [শ্রবণ নমুনা]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪১
খ্রিষ্টাব্দের নভেম্বর
মাসে
Hindustan.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: