৩৯৪
তাল: ফের্‌তা (দ্রুত-দাদ্‌রা ও কাহার্‌বা)

অকূল তুফানে নাইয়া কর পার
পাপ দরিয়াতে ডুবে মরি কাণ্ডারি
নাই কড়ি নাই তরী প্রভু পারে তরিবার

থির নহে চিত পাপ-ভীত সদা টলমল
পুণ্যহীন শূন্য মরু সম হৃদি-তল নাহি ফুল নাহি ফল
পার কর হে পার কর ডাকি কাঁদি অবিরল
নাহি সঙ্গী নাহি বন্ধু নাহি পথেরি সম্বল।
সাহারায় নাহি জল
শাওন বরিষা সম তব করুণার ধারা
ঝরিয়া পড়ুক পরানে আমার

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র:  ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে । গানটির শিল্পী ছিলেন ধীরেন্দ্রচন্দ্র দাস। গানটি শিল্পী গণিমিঞা ছদ্ম নামে রেকর্ড করেছিলেন। রেকর্ড নং এন ৭২৪৪। [শ্রবণ নমুনা]

৩. রচনাকাল:
গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দে এইচএমভি প্রথম এই গানটির রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল
৩৫ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ:
H.M.V কোম্পানি-কৃত রেকর্ডের উভয় পিঠ মিলে দুটি গান শ্রুতিবদ্ধ হয়েছিল। অপর গানটি ছিল- 'এসেছি তব দ্বারে'। রেকর্ড বুলেটিনে এই গান দুটি সম্পর্কে মন্তব্য ছিল "গায়ক এই গান দুইখানির রচনা, সুর সংযোজনা এমনভাবে করিয়াছেন যাহাতে হিন্দু, মুসলমান সকলেরই আনন্দদায়ক হয়"।

পাঠভেদ আছে।
   
পার কর হে পার কর
    ডাকি কাঁদি অবিরল
    পার কর হে পার কর         
 : রেকর্ড নং এন ৭২৪৪    

    পার কর হে পার কর
    ডাকি কাঁদি অবিরল            :
নজরুল স্বরলিপি ১৪ খণ্ড ( হরফ প্রকাশানী, সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ)
                                        : গীতি-সংকলন, তৃতীয় খণ্ড, (বাংলা একাডেমী, ঢাকা)। রফিকুল ইসলাম সম্পাদিত।

 ৫. সুরকার: ধীরেন দাস

. স্বরলিপিকার:

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: নজরুল-সঙ্গীত স্বরলিপি পঞ্চদশ খণ্ডে (নজরুল ইনস্টিটিউট, আগষ্ট ১৯৯৬) গৃহীত স্বরলিপিতে রাগের উল্লেখ নেই। তাল ফেরতা (দাদরা/কাহারবা)।
প্রকৃতি: ভক্তিমূলক
গ্রহস্বর: সা