বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪০.
শিরোনাম
:
কে বিদেশি বন-উদাসী'
পাঠ ও পাঠভেদ:
৪০.
রাগঃ ভৈরবী-আশাবরি,
` তালঃ কাহার্বা
কে বিদেশি বন-উদাসী'
বাঁশের বাঁশী বাজাও বনে।
সুর-সোহাগে তন্দ্রা লাগে
কুসুম-বাগের গুল-বদনে॥
ঝিমিয়ে আসে ভোমরা-পাখা
যূথীর চোখে আবেশ মাখা
কাতর ঘুমে চাঁদিমা রাকা
ভোর গগনের দর্-দালানে
দর্-দালানে ভোর গগনে॥
লজ্জাবতীর লুলিত লতায়
শিহর লাগে পুলক-ব্যথায়
মালিকা সম বঁধুরে জড়ায়
বালিকা-বঁধু সুখ-স্বপনে॥
বৃথাই গাঁথি, কথার মালা
লুকাস্ কবি বুকের জ্বালা,
কাঁদে নিরালা বন্শীওয়ালা
তোরি উতলা বিরহী মনে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩০
খ্রিষ্টাব্দের ডিসেম্বর
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: