৪০১
           তাল: ত্রিতাল

অনাদিকাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ-বাতাস রবি-গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়॥
        সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান

       হে বিরাট, তোমারি উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়॥
       তব নামের বাজায় বীণা বনের পল্লব
       জনহীন প্রান্তর স্তব করে, নীরব।
সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়॥
       আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায়
       তব জয়গান বাজে অপরূপ মহিমায়,
কোটি যুগ-যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়॥

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: টুইন [ডিসেম্বর ১৯৩৭ খ্রিষ্টাব্দ]। রেকর্ড সংখ্যা: FT 12196 । শিল্পী: সাধক  সংঘ

৩. রচনাকাল: গানটির সুনির্দিষ্ট রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে গানটি টুইন কোম্পানি প্রকাশ করে। এই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ:

 ৫. সুরকার: সুবল দাশগুপ্ত

. স্বরলিপিকার: সুধীন দাশগুপ্ত

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: কোনো স্বরলিপিতেই রাগের উল্লেখ নেই।
তাল:
কাহারবা
গ্রহস্বর: পা