বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪১.
শিরোনাম
: কাবেরী
নদী-জলে কে গো বালিকা
পাঠ ও পাঠভেদ:
৪১.
রাগঃ কর্ণাটি-সামন্ত,
তালঃ ত্রিতাল
কাবেরী নদী-জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা॥
প্রভাত-সিনানে আসি আলসে
কঙ্কণ-তাল হানো কলসে
খেলে সমীরণ ল'য়ে কবরীর মালিকা॥
দিগন্তে অনুরাগে নবারুণ জাগে
তব জল ঢল ঢল করুণা মাগে।
ঝিলাম, রেবা নদী তীরে,
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
তোমারেই তন্বী শ্যামা কর্ণাটিকা॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪১
খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে
Hisdustan.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪২ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
কাবেরী
তীরে (গীতি-নাট্য)।
চরিত্র- বণিক কুমার। শিল্পী-
বিমল মুখোপাধ্যায় (বিমল ভূষণ)। রাগ- শুদ্ধ সামন্ত।
তারিখ: ১. ৩ ফেব্রুয়ারি,
১৯৪০ খ্রিষ্টাব্দ।
২. ৮
নভেম্বর,
১৯৪১
খ্রিষ্টাব্দ (পুনঃ প্রচার)।
[সূত্র: বেতার জগৎ। ১৬
ফেব্রুয়ারি,
১৯৪০ খ্রিষ্টাব্দ।]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: