বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৪২
.
শিরোনাম :
স্বপনে এসেছি মৃদু-ভাষিণী

পাঠ ও পাঠভেদ:

                  ৪২.
রাগঃ ভৈরবী, তালঃ ত্রিতাল

স্বপনে এসেছি মৃদু-ভাষিণী
মৃদু-ভাষিণী মধু-হাসিনী।
রূপের তৃষা মোর রূপ ধ'রে এসেছিল
কল্পনা-মনোবন-বাসিনী॥
যে পরম সুন্দর আছে মোর অন্তরে
তারি অভিসারে আসে উদাসিনী॥
    

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: