বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪২.
শিরোনাম
: স্বপনে এসেছিল
মৃদু-ভাষিণী
পাঠ ও পাঠভেদ:
৪২.
রাগঃ ভৈরবী, তালঃ ত্রিতালস্বপনে এসেছিল মৃদু-ভাষিণী
মৃদু-ভাষিণী মধু-হাসিনী।
রূপের তৃষা মোর রূপ ধ'রে এসেছিল
কল্পনা-মনোবন-বাসিনী॥
যে পরম সুন্দর আছে মোর অন্তরে
তারি অভিসারে আসে উদাসিনী॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। রাগ-প্রধান গান। গান: ৯৬৫। ভৈরবী─ত্রিতাল। পৃষ্ঠা: ২৪০।
অগ্রন্থিত গান [নজরুল-রচনাবলী─একাদশ
খণ্ড (বাংলা একাডেমী।
২৫ মে, ২০১০)]। ৫৫
সংখ্যক গান। ভৈরবী। পৃষ্ঠা:
২৪।
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: