বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪৩.
শিরোনাম
: তোমার বিনা-তারের
গীতি বাজে আমার বীণা-তারে
পাঠ ও পাঠভেদ:
৪৩.
তাল: ত্রিতাল
তোমার বিনা-তারের গীতি বাজে আমার বীণা-তারে
রইল তোমার ছন্দ-গাথা গাঁথা আমার কণ্ঠ-হারে॥
কি কহিতে চাও হে গুণী, আমি জানি আমি শুনি
কান পেতে রই তারার সাথে তাই তো দূর গগন-পারে॥
পালিয়ে বেড়াও উদাস হাওয়া গোপন কথার ফুল ফুটিয়ে গো
আমি তারে মালা গেঁথে লুকিয়ে রাখি বক্ষে নিয়ে গো।
হয়ত তোমার কথার মালা, কাঁটার মত করবে জ্বালা
সেই জ্বালাতেই জ্বলবে আমার প্রেমের শিখা অন্ধকারে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দের ২৬ আগশ্ট, কলকাতা বেতার কেন্দ্র থেকে আকাশবাণী
গীতিকা অনুষ্ঠানে গানটি প্রথম প্রকাশিত হয়।
সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল ইসলামের ৪১ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান: ৩৭৭। পৃষ্ঠা: ৯৮।
অগ্রন্থিত গান
[নজরুল-রচনাবলী─দশম
খণ্ড (বাংলা একাডেমী। মে ২০০৯)]।
২৩৮
সংখ্যক গান। পৃষ্ঠা: ৩২২-৩২৩।
বেতার:
গীতিকা- আকাশবাণী। তারিখ-
১. ২৬ আগষ্ট,
১৯৪০
খ্রিষ্টাব্দ।
২. ২১ ফেব্রুয়ারি, ১৯৪২ খ্রিষ্টাব্দ (পুনঃ প্রচার)।
[সূত্র: বেতার জগৎ। ১ সেপ্টেম্বর, ১৯৪০ খ্রিষ্টাব্দ সংখ্যা।]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: