বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪৫.
শিরোনাম
: শুকনো পাতার নুপূর
পায়ে
পাঠ ও পাঠভেদ:
৪৫.
আরবি সুর, তালঃ কাহার্বাশুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘূর্ণিবায়
জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়॥
দীঘির বুকে শতদল দলি'
ঝরায়ে বকুল-চাঁপার কলি
চঞ্চল ঝরনার জল ছল ছলি
মাঠের পথে সে ধায়॥
বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়॥
ইরানি বালিকা যেন মরু-চারিণী
পল্লীর-প্রান্তর-বনমনোহারিণী
আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
বালুকার উড়্নি গায়॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৩
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩৪ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার: কলকাতা বেতার কেন্দ্র থেকে ১৯৪০ খ্রিষ্টাব্দের ২ মার্চ জিপসীদের সঙ্গে সঙ্গীতানুষ্ঠানে গানটি সম্প্রচার হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: