বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪৬.
শিরোনাম
: প্রজাপতি! প্রজাপতি!
কোথায় পেলে ভাই এমন রঙীন পাখা,
পাঠ ও
পাঠভেদ:
৪৬.
তালঃ কাহারবা
প্রজাপতি! প্রজাপতি!
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা,
টুকটুকে লাল্-নীল্ ঝিলিমিলি আঁকা-বাঁকা॥
তুমি টুলটুলে বন-ফুলে মধু
খাও
মোর বন্ধু হয়ে ঐ মধু দাও
ওই পাখা দাও সোনালি-রূপালি পরাগ মাখা॥
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি! তুমি নিয়ে যাও সাথি ক'রে তোমার সাথে।
তুমি হাওয়ায় নেচে নেচে যাও
আজ তোমার মত মোরে আনন্দ দাও
এই জামা ভাল লাগে না, দাও জামা ছবি-আঁকা॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪২
খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪৩ বৎসর বয়সে রচিত হয়েছিল।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৪৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৫।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
ডিসেম্বর ১৯৯৫)। ২১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ১০২-১০৫। (M.J. 133)। শিল্পী:
অসিতা বসু (লিলি)। সুর: কমল দাশগুপ্ত। কাহারবা।
- একশো গানের নজরুল স্বরলিপি,
চতুর্থ খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০০)।
২৪ সংখ্যক গান। পৃষ্ঠা:
১২৮-১৩০।
-
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড (সাহিত্যম।
অক্টোবর ১৯৭৫)। ৫৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৪৭-১৪৯।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি
(হরফ প্রকাশনী।
Deluxe Edition : July 2011)।
৭৬ সংখ্যক গান। বিচিত্রা-কাহারবা। পৃষ্ঠা:
১৭৯-১৮১।
- কলগীতি
(হরফ প্রকাশনী।
চৈত্র ১৩৭৯ বঙ্গাব্দ)। ২৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭২-৭৫।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান:
৪৭৩। পৃষ্ঠা: ১২২।
- সঞ্চয়ন।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
- ১৯৪২
খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং-
M.J. 193.।
শিল্পী ছিলেন
কুমারী অসিতা বসু (লিলি)। সুর করেছিলেন কমল দাশগুপ্ত। [শ্রবণ
নমুনা]
-
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
- সুরকার :
কমল দাশগুপ্ত।
-
স্বরলিপিকার:
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
ডিসেম্বর ১৯৯৫)]
- কাজী
অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড
(সাহিত্যম। অক্টোবর ১৯৭৫)]
- কাজী
অনিরুদ্ধ। [কলগীতি
(হরফ প্রকাশনী। চৈত্র ১৩৭৯
বঙ্গাব্দ)]
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি (হরফ প্রকাশনী।
Deluxe Edition : July 2011)]
- অনির্দিষ্ট।
কাজী অনিরুদ্ধ। নিতাই ঘটক।
[একশো গানের নজরুল স্বরলিপি, চতুর্থ
খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০০)]
-
সুর ও তাল:
- পর্যায়:
- সুরাঙ্গ:
- গ্রহস্বর: সা।